সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলী হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলী বাংলাদেশের সীমান্তরেখা অতিক্রম করে অবৈধভাবে মিয়ানমারে ঢুকলে সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমসুল আলম জানান, খবর পেয়ে আহত আলীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল জানান, স্থানীয়রা আহত আলী হোসেনকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM