স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনারই দেখা মেলে। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে ব্যাটার ইয়ান বেস্টউইক যে কাণ্ড ঘটিয়েছেন, তা রীতিমত অবিশ্বাস্য। নিজের দল ডার্লি অ্যাবির হয়ে ইনিংস শুরু করতে নেমে ১৩৭ বল খেলেছেন তিনি, কিন্তু এতসংখ্যক বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার।
বেস্টউইকের এই অদ্ভুতুড়ে ইনিংসে ভর করে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মিকেলওভারের তৃতীয় একাদশ। তারা ৩৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে মাত্র ২১ রান সংগ্রহ করে।
বাংলাদেশের কাছে হারের দায় পাকিস্তানের পেসারদের!
ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, ৪৫ ওভারের মধ্যে প্রায় ২৩ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি।
অপর ওপেনার উইলিয়াম কাটিং ১৪ বলে ৮ রান করেন। রাইলি ফিৎজপ্যাট্রিক আউট হন রানের খাতা না খুলেই। টমাস বেস্টউইক ৭১ বলের মধ্যে ৭০টিই ডট খেলেন, ১টি বাউন্ডারির সাহায্যে করেন ৪ রান। আর ৩৪ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন ডার্লি অ্যাবির নিকোলাস কাটিং। ডার্লি অ্যাবির এমন রহস্যময় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।