বুধবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬ ফাল্গুন, ১৪৩১

খাগড়াছড়িতে পিকনিকের বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিকের বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও আহতদের মধ্যে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।”

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM