ডেস্ক রিপোর্ট: আদালত প্রাঙ্গণে এবার সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকালে ঢাকা সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নিব আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।
ইনুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনার খবরে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য।
বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।
এর আগে গত রবিবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করা হয়।