বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যে কোন স্তরের ফুটবলে যা ছিল সেলেসাওদের সবচেয়ে বড় ব্যবধানে হার। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) রাতে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারার জ্বালা ভুলেছে ব্রাজিল।

এই ম্যাচে ব্রাজিল জিতলেও প্রাধান্য বিস্তার করেছে বলিভিয়া। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে সোনার হরিণ গোলটা সেলেসাওফেরই বেশি।

গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। পিএসজির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচের ১৪ মিনিটে লিড এনে দেন। ব্রাজিলের হয়ে পরের গোলটাও করেন একজন মিডফিল্ডার। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি।

আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM