মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

লাল টুকটুকে অপুর নজরকাড়া কয়েকটি লুক

লাইফস্টাইল ডেস্ক: ইদানিং নজরকাড়া একাধিক লুকে দেখা যাচ্ছে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস হঠাৎ লাল টুকটুকে সাজে দেখা দিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা।

এই নায়িকাকে একেবারে আবেদনময়ী লুকে দেখা গেছে। গাঢ় লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁটের লিপস্টিক। চোখের মনিতে বাদামি রঙ ফুটে উঠেছে। আর আইলাইন ছুঁয়ে গেছে সাদা কাজল। চোখের ওপরের পাপড়িতে কালো গাঢ় মাশকারা। চোখের কোনা বেয়ে সামান্য দূরে এগিয়েছে কাজলের উইং শেপ।

অপু বিশ্বাসের কানে শোভা পাচ্ছে এক পাথরের টপ। দুই গালে ছুঁইয়ে দেওয়া হয়েছে হালকা ব্লাশ। ভ্রু যুগল সাজানো হয়েছে কাজলে। অপুর বড় বড় নখে শোভা পাচ্ছে সাদা নেইল পলিশ। অনামিকায় পরেছে আংটি। আর গলায় চিকন চেইন। চুলগুলো ব্যাকব্রাশ করে আটকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আবেদনময়ী রূপে দেখা দিয়েছেন ঢালিউড কুইন।

ফুলস্লিভ লাল পোশাকে অপুকে সাহসী দেখাচ্ছে। তাকে এই রূপে সাজিয়ে দিয়েছে ‘ফেস বাই সালেহা’। স্টাইলিংয়ে ‘কাদরী’। অপু পরেছেন ‘সেলিব্রেটি চয়েস’-এর পোশাক। ফটোগ্রাফীতে ছিলেন মোবারক ফয়সাল।

অপুর পোস্টের নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, লাল ড্রেসে একটা পরী রূপে লাগছে। আরেকজন লিখেছেন, আজকে উরাধুরা সাপোর্ট হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM