মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

কর্মবিরতির কারণে ময়মনসিংহে ২৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতি কর্মসূচির কারণে সোমবার মধ্যরাত থেকে ময়মনসিংহ অঞ্চলেও ২৮ জোড়া ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।

রাজীব, শহীদুল ও ইউনুস আলী নামে তিন যাত্রী জানান, দুদিন আগে স্টেশনে এসে তারা ঢাকার অগ্রিম টিকেট কেটেছেন। আজ ঢাকা যাওয়ার জন্য সকালে বাসা থেকে স্টেশনে এসেছেন। কিন্তু সকাল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। এখন টিকিটের টাকা পেতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। একই অভিযোগ জানালেন স্টেশনে আসা আরও অনেক যাত্রী।

জানা যায়, প্রতিদিন গড়ে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে ট্রেনে যাতায়াত করেন প্রায় ৬ হাজার মানুষ। আজ ট্রেন চলাচল না করায় ভোগান্তির মধ্যে পড়েছেন এসকল যাত্রী।

এদিকে কর্মবিরতিতে থাকা নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন ট্রেন চলবে না।

রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখা অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, “মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। অনেক কর্মসূচি হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দিচ্ছে না। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছি।”

ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান সাধারণ যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে তাদের টিকিট পেতে সহযোগিতার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাইলেজের দাবিতে সারাদেশের মত ময়মনসিংহেও কর্মবিরতি হয়। তখন তিনটি রেলপথে ৮ জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM