শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

আবারও নারী ফুটবলে বিদ্রোহ, বাফুফে ভবনে সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: আবারও বিদ্রোহ শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলে। অনুশীলন বয়কট করেছেন সাবিনারা ।

এর আগেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুশীলন বয়কট করেছিলেন তারা। এর মধ্যেই আজ বাফুফে ভবনে এসেছেন সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনও।
বাফুফের সাবেক প্রেসিডেন্ট হলেও সালাউদ্দীন সাফের প্রেসিডেন্ট পদে আছেন। মূলত সাফের প্রেসিডেন্ট হিসেবেই বাফুফে ভবনে এসেছেন তিনি। আজ সাফের বিষয়াদি নিয়ে আলোচনা এবং বাফুফে ভবনে সাবেক সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলেন।

এর আগেও একাধিকবার অনুশীলন বয়কট করেছেন সাবিনারা। আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে তাদের। সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপর ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা।

এই দুটি ম্যাচ ও জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এতদিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এরপর প্রধান কোচ পিটার বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় আসেন সোমবার রাতে। বাফুফে সূত্রের খবর, এই বৃটিশ কোচ আসার পর মঙ্গলবার তার অধীনে প্রথম অনুশীলনে অংশ নেননি সিনিয়র ফুটবলাররা। এমনকি দীর্ঘদিন পর ক্যাম্পে ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন বাটলার। কিন্তু কোচের ডাকেও সাড়া দেননি মেয়েরা। অংশ নেননি কোচের সঙ্গে মিটিংয়ে। বুধবারও কেউ অনুশীলনে যাননি।

নারী দলের আপত্তির বিষয়ে নিশ্চিত করে বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন নিশ্চিত করেছেন। তবে এবার খেলোয়াড়দের সিদ্ধান্ত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। হিলটন বলেন, ‘খেলোয়াড়দের উপর নির্ভর করে তো আর ফেডারেশন চলবে না। আমাদের ম্যানেজমেন্ট আছে, নির্বাহী কমিটির সদস্যরা আছেন তারা সকলে মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে খেলোয়াড়দের কোনো কথা চলবে না। ’

‘খেলার মধ্যে কিছু ছোট খাটো সমস্যা থাকে, থাকতেই পারে এটা আমরা দ্রুত সময়েই মিনিমাইজ করে দিব। খেলোয়াড়দের মতামতের বিষয়টা অন্য যায়গায়। এখানে শৃঙ্খলার বিষয় আছে। অনেক বিষয় আছে। এখানে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কম্প্রোমাইজ করবে না। ’

এ দিকে নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে আর কোনও বেতন পাননি। নতুন করে তাদের সঙ্গে চুক্তি করার কথা বাফুফের। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নিতে চান মেয়েরা।

এছাড়া পিটার বাটলারের অধীনে সিনিয়র ফুটবলররা অনুশীলন করতে আগ্রহী নন। গত বছর অক্টোবরে সাফ ফুটবলের সময় থেকেই বাটলারের সঙ্গে দূরত্ব বেড়েছে সাবিনাদের। সেই জেরে বাটলারকে কোচ হিসেবে আর চাননি মেয়েরা। কিন্তু তারপরও বাটলারকে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বাফুফে। এসব ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসতে চান ফুটবলাররা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM