মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ইজতেমা এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ইজতেমার ময়দানে পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। এতে মানুষের চাপ বাড়বে। এ কারণে রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও টঙ্গী-কামারপাড়া সড়কে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে। আখেরি মোনাজাত শেষে যাত্রীবাহী বাস চলাচল করবে কিন্তু ভারী কোনো যানবাহন চলাচল করতে পারবে না। পরে মুসল্লিদের চাপ কমে গেলে ওইসব সড়কে সব যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM