শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

লিবিয়ার দুই স্থানে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দক্ষিণ-পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বিষয়ক একটি অধিদপ্তর ও লিবিয়ার রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
আলওয়াহাত জেলার নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, বেনগাজি শহর থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে ১৯ জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর আগের দিন লিবিয়ার রেড ক্রিসেন্ট জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাওইয়া শহরের দিলা বন্দর থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিরাপত্তা অধিদপ্তর বলছে, জালুতে পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে অধিদপ্তর জিখারা এলাকায় চোরাচালান এবং অবৈধ অভিবাসনের কারণে মৃত্যু হওয়া ১৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা একটি পরিচিত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, খামারের মোট তিনটি কবরে মরদেহগুলো পাওয়া গেছে। এর মধ্যে একটি কবর থেকে একটি, আরেকটি কবর থেকে চারটি এবং অন্যটি থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য মরদেহগুলো ফরেনসিক চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে বলেও জানায় অধিদপ্তর।
এশিয়া ও আফ্রিকার সংঘাত ও দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে অভিবাসীদের জন্য একটি ট্রানজিট লিবিয়া। গত জানুয়ারির শেষে আলওয়াহাত অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছিল, তারা সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের ২৬৩ জন অভিবাসীকে মুক্ত করেছে। তারা অত্যন্ত খারাপ মানবিক ও স্বাস্থ্যগত অবস্থায় একটি চোরাচালান দলের হাতে আটক ছিলেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM