মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জিটিভির সাংবাদিক সারা রাহনুমার মৃত্যু নিয়ে প্রশ্ন, এটি হত্যা না আত্মহত্যা?

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে কথিত পানিতে ডুবে সারা রাহানুমা (৩২) নামের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটরের মৃত্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোয়াশা। তিনি কি হত্যার শিকার হয়েছেন না-কি আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর ফেসবুক স্ট্যাটাসে তীব্র হতাশা ও আত্মহত্যার প্রবণতার বিষয়টি স্পষ্ট। তারপরেও এতো রাতে হাতিরঝিলে যাওয়া এবং মৃত্যু নিয়ে সংশয় রয়েই গেছে।
মঙ্গলবার রাতে ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ১০ ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।
এছাড়া ১১ ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team