প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ২৩তম ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভা ৮ জানুয়ারি শনিবার কাকরাইলের উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্কাউটস আন্দোলনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য সচিব, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল ও পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর এএইচএমএ ছালেক, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। সভার সভাপতিত্ব করেন জনাব তানভীর আহমেদ, আহ্বায়ক, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার ও জেলা প্রশাসক, ঢাকা।
উদ্বোধনী পর্বে ধর্মগ্রন্থ পাঠ এবং জুলাই-আগস্ট বিপ্লবে আত্মোৎসর্গকারী স্কাউটদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত বিপ্লবে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সারা দেশে ৮ জন স্কাউটার ও রোভার নিহত হন, যার মধ্যে তিনজন ছিলেন ঢাকা জেলা রোভারের সদস্য। কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক জনাব শেখ সালমা খানম, সদস্য সচিব, এডহক কমিটি, ঢাকা জেলা রোভার। অতিথিদের বক্তব্যে স্কাউটস আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও স্কাউট আন্দোলনে উপস্থিত কাউন্সিলরবৃন্দের ভূমিকা বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ২২তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী নিশ্চিতকরণ, ২০২৩-২৪ সালের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, অডিটর মনোনয়ন, এবং নির্বাহী কমিটির নতুন সদস্য নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
গোপন ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং ২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় (অধ্যক্ষ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ), অধ্যাপক মো. জহিরুল ইসলাম (অধ্যক্ষ, সাভার সরকারি কলেজ), জুয়েলা জেবুন্নেসা খান (অধ্যক্ষ, দনিয়া কলেজ), অধ্যাপক ড. এইচ এম অলিউল্লাহ্ (অধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ), লুৎফুন নেসা শিরীন (সভাপতি, স্বপ্ন কুড়াই ওপেন স্কাউট গ্রুপ), কমিশনার পদে মু. ওমর আলী (সভাপতি, ঢাকা মিডটাউন ওপেন স্কাউট গ্রুপ), কোষাধ্যক্ষ পদে মো. গোলাম মোস্তফা (রোভার স্কাউট লিডার, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ), সম্পাদক পদে ড. আককাচ আলী আকাশ (রোভার স্কাউট লিডার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সম্পাদক পদে আব্দুল্লাহ আল আমীন (রুবেল) (গ্রুপ সম্পাদক, ব্রাউন্সি ওপেন রোভার স্কাউট গ্রুপ), গ্রুপ সভাপতি প্রতিনিধি পদে ড. মো. নূর আলম (অধ্যক্ষ, ডেমরা কলেজ) ও মো. তৌফিকুল ইসলাম (সভাপতি, আশকোনা মুক্ত রোভার স্কাউট গ্রুপ), রোভার স্কাউট লিডার প্রতিনিধি পদে মোহাম্মদ খুরশেদ আলম (রোভার স্কাউট লিডার, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ) ও মো. সেলিমুর রহমান (রোভার স্কাউট লিডার, লালবাগ ওপেন রোভার স্কাউট গ্রুপ), লিডার ট্রেইনার প্রতিনিধি পদে অধ্যাপক ফজলুর রহমান (রোভার স্কাউট লিডার, আমরা স্কাউট গ্রুপ) ও অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম (গ্রুপ সম্পাদক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি), সহকারী লিডার ট্রেইনার প্রতিনিধি পদে শ. ম. এনামুল হক (গ্রুপ সম্পাদক, একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ) ও মোহাম্মদ কায়েস (রোভার স্কাউট লিডার, প্রগতি মুক্ত স্কাউট গ্রুপ) নির্বাচিত হয়েছেন।
এই কাউন্সিল সভার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, যা ভবিষ্যতে ঢাকা জেলা রোভার স্কাউটসের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সকলের প্রত্যাশা।