শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার মস্কোয় সাংবাদিকদের উদ্দেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি দেওয়ার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে জানিয়ে বলেন, ওই যুদ্ধ কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক।

ল্যাভরভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্যকিছু চিন্তা না করেই ধরে নেয় যে, এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team