সোমবার | ১৭ মার্চ, ২০২৫ | ৩ চৈত্র, ১৪৩১

মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমেছে

নিজস্ব প্রতিবেদক: সেনাবহিনীর কর্মতৎপরতায় সারাদেশে মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, যেকোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজর রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।

সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। জনগণের আস্থার জায়গায় সবসময় সেনাবাহিনীকে পাবেন।

বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি।

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, এ বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য নেই।

বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, তাদের কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। তাদের কয়েকটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি।

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM