মঙ্গলবার | ১১ মার্চ, ২০২৫ | ২৬ ফাল্গুন, ১৪৩১

হৃদয় খানের আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স দিলেন তৃতীয় স্ত্রী

বিনোদন ডেস্ক: সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় জায়গা করে নিয়ে থাকেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের জন্য একাধিকার শিরোনাম হয়েছেন তিনি। জানা গেল তার বিবাহ বিচ্ছেদের খবর। তৃতীয়বার বিচ্ছেদ ঘটল এই গায়কের।
এ তারকা গায়ক ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালের প্রথম দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন। ছয় মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার। এর কয়েক বছর পর নিজের থেকে বয়সে বড় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন। ২০১৪ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন। যা পরের বছরের ৬ এপ্রিল বিচ্ছেদে গড়ায়।
এ মডেলের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কিন্তু সেই বিয়েও টিকে উঠল না। এবার জানা গেল, হুমায়রার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে হৃদয় খানের।
বিয়ে পর কয়েক বছর সংসার করলেও গায়কের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে নিজেই ডিভোর্স দিয়েছেন হুমায়রা। যা সংবাদমাধ্যমকে হৃদয় খানের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, অনেক আগেই হুমায়রা ও হৃদয়ের বিচ্ছেদ হয়েছে। হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা। কিন্তু বিষয়টি হৃদয় ও তার পরিবার গোপন রেখেছেন।
এ ব্যাপারে জানতে সংবাদমাধ্যম থেকে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই সেনসেটিভ। এ জন্য আপাতত এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে অন্য কোনো কথা থাকলে বলুন।
এদিকে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। হৃদয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আমার কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নই।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM