শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কর্মীরা লুটপাটের সাথে জড়িত নয়: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়। এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ আগস্ট) সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এক এগারোর মতোই বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বানও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন,ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে থেকে প্রচারণা চালানো হচ্ছে। ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংহত হবে না। মামলা করার আগে যাচাই করতে দলের কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এআরএস

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team