সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

নির্বাচনের রোডম্যাপ না পেলে আন্দোলনে নামতে পারে রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক: এক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সে ক্ষেত্রে তিনি কী আন্দোলনের হুমকি দিলেন-এমনই গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।

শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইনিয়ে-বিনিয়ে নির্বাচন দেওয়ার কথা বলছে। বিদেশে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেন। যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাকে অতি শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। একমাসের মধ্যে না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচন নয়। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে- হয় তারা বোঝে না, নয়তো জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।’

যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, তাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্ট কি মেম্বার চেয়ারম্যান করার জন্য হয়েছিল। এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী।’

তিনি বলেন, ‘এই গণ-অভ্যুত্থানের পর সুস্থধারার রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনও ফিরতে পারবে না। দলটি যদি আবারও রাজনীতির সুযোগ পায়, তবে সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে দেশে আর মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। সেই দলটিকে এখনও বিচারের আওতায় আনা হয়নি, শুধু মুখেই বলছে অন্তর্বর্তী সরকার।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM