বুধবার | ১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২

বহুমুখী অভিযোগে বিএনপিপন্থি দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপিপন্থি দুই পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) ও অ্যাগ্রিকালচারিস্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ৫ আগস্টের সরকার পতনের পর এই দুই সংগঠনের নেতাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, বদলি বাণিজ্য এমনকি সরকারি পদ বাগানোরও অভিযোগ রয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর কমিটি ঘোষণা করা হবে।

এই সংগঠনের নেতাদের বিরুদ্ধেই সবচে’ বেশি দখল ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দেশের সবগুলো প্রকৌশল প্রতিষ্ঠানে এই সংগঠনের নেতা রিজু ও হাসিন ব্যাপক বদলি বাণিজ্য ও চাঁদাবাজি করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহ্বায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর কমিটি ঘোষণা করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM