সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

অবশেষে ওএসডি গণপূর্ত সচিব হামিদ, নতুন সচিব নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ওএসডি করা হয়েছে জগন্নাথ কলেজ ছাত্রলীগের নেতা ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খানকে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নিজের লেবাসের সুবিধা দিয়ে অতিরিক্ত সচিব থেকে সচিব হয়ে যান হামিদুর রহমান। কিন্তু গত আট মাসের দায়িত্ব পালনকালে ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করে আসছিলেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও অধিদপ্তরগুলোতে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ব্যাপক ভুমিকা পালন করেন।

অধীনস্থ দপ্তর অধিদপ্তরে ব্যাপক বদলি বাণিজ্য ও দুর্নীতি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। উপদেষ্টার নানা সংস্কারমূলক কাজে বাধাপ্রদানসহ সাম্প্রতিক নানা ভুমিকায় বিতর্কিত হয়ে পড়েন তিনি। তাঁর আসল চেহারা বের হয়ে আসায় সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সচিব পরিবর্তনের খবর জানাজানি হওয়ার পর থেকেই দপ্তর অধিদপ্তরে খুশির জোয়ার বয়ে যায়। তবে, ভুক্তভোগী কর্মকর্তাদের দাবি তাকে ওএসডি করলেই হবে না। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM