নিজস্ব প্রতিবেদক: গণপূর্তের দুর্নীতিবাজ প্রকৌশলী মো. আলমগীর খানকে অবশেষে বদলি করা হয়েছে। ছাত্রআন্দোলন দমনে অর্থদাতা ও হত্যা মামলার আসামী আলমগীর খানকে মঙ্গলবার গণপূর্ত ইএম জোন থেকে গণপূর্ত ইএম (পিএন্ডডি) জোনে বদলি করা হয়েছে। এর আগে দীর্ঘ পাঁচ বছর তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন। গণপূর্তে আলমগীর খানের দুর্নীতির বিষয়টি ওপেন সিক্রেট বিষয়।
গণপূর্ত ইএম জোনে দায়িত্ব দেয়া হয়েছে মো. আশ্রাফুল হককে। তিনি এর আগে পিএন্ডডি জোনের দায়িত্বে ছিলেন। অপেক্ষাকৃত স্বচ্ছ কর্মকর্তা হিসেবে তাঁর পরিচিতি থাকলেও গণপূর্তে নারী ঘেষা কর্মকর্তা হিসেবেই তিনি সবচে’ বেশি পরিচিত। তিনি ১৫তম বিসিএস-এ দ্বিতীয় অবস্থান নিয়ে গণপূর্তে যোগদান করেছিলেন।