নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলা কাউন্সিল নির্বাচনে পূর্ণ প্যানেলে বিপুল জয় পেয়েছে রায়হান, আনিস, মিজান, ইউনুছ এনামুল প্যানেল। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাপিডিপ্রকৌস-এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ের এই প্যানেল নির্বাচনী প্রচার করে বিপুল ব্যাবধানে জয়লাভ করেছে।
শনিবার সেগুনবাগিচায় পূর্ত ভবন চত্বরে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধী প্যানেল প্যানেল ছিল বিলাস-আকবর-সাখাওয়াত-হাবিব-রিপন প্যানেল।
নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ রায়হান মিয়া। তিনি পেয়েছেন ৭৫৩ ভোট। তার প্রতিদ্বন্ধী এস এম আমিরুজ্জামান বিলাস পেয়েছেন ৩৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সরকারকে হারিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান। তিনি পেয়েছেন ৫৯০ ভোট আর মোহাম্মদ আলী আকবর সরকার পেয়েছেন ৫২৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান। যুগ্ম সম্পাদক-১ নির্বাচিত হয়েছেন সহকারী প্রকৌশলী মো. ইউনুছ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী প্রকৌশলী (ই/এম) মো. এনামুল হক।
এছাড়া সহ-সভাপতি (ঢাকা) পদে মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ তৌফিকুর রহমান (চট্টগ্রাম), মো. হায়দার আলী (খুলনা), মো. ছাইদুজ্জামান (রাজশাহী), মিজানুর রহমান (বরিশাল), মো. শামসুল আলম (সিলেট), আবু তাহের মো. খায়রুল বাসার (রংপুর), মো. শামীম আল মামুন (ময়মনসিংহ)।
যুগ্ম সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.আব্দুল্লাহ আলম মামুন, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.আব্দুল্লাহ আলম মামুন,সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান, সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুজ্জামান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুম মুনীর, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো.শফিউল আযম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল মাহমুদ, আিইন ও চাকরি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নূরুল ইসলাম তালুকদার।
নির্বাহী পরিষদের ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাহী সদস্য-২ নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান, নির্বাহী সদস্য-৩ নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য-৪ নির্বাচিত হয়েছেন মিহির কুমার রায়, নির্বাহীূ সদস্য-৫ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব-উল-আলম, নির্বাহী সদস্য-৬ নির্বাচিত হয়েছেন এস এম আবু সায়েম ও নির্বাহী সদস্য-৭ মো. আশরাফ।
এছাড়া ঢাকা জেলা কাউন্সিলর ২০টির পদের সবগুলোতেই রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন। নির্বাচনে মোট ১ হাজার ১শ’ ৭৩ ভোটারের মধ্যে ১ হাজার ১শ’ ৩৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।