স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের কারণে গত শুক্রবার (৯ মে) স্থগিত করা হয় আইপিএল। এরই মাঝে যুদ্ধবিরতি হলেও, ভারত ছাড়তে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। বিসিসিআই যত দ্রুত সম্ভব আইপিএল মাঠে ফেরানোর চেষ্টা করছে। তবে আইপিএল স্থগিত হওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
গত মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এক পর্যায়ে দুই দেশের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে বিসিসিআই আইপিএল স্থগিত ঘোষণা করে। আর বোর্ডের এমন সিদ্ধান্তকে সঠিক বললেন গাঙ্গুলি।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআইয়ের এটা করতেই হতো, বিশেষ করে ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, জয়পুরে। এগুলো সবই আইপিএলের ভেন্যু। সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে, বাকি ম্যাচগুলো হবে। বিসিসিআই আইপিএল শেষ করবে, আর এই পরিস্থিতিও দ্রুত ঠিক হবে। কারণ, পাকিস্তান লম্বা সময় যুদ্ধের চাপ নিতে পারবে না।’
এদিকে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি আইপিএলের সম্ভাব্য সময়ও জানিয়ে দিয়েছে। বিসিসিআই যদি আইপিএল তাদের দেশে করতে আগ্রহ দেখায়, তবে তা অনুষ্ঠিত হতে পারে আগামী সেপ্টেম্বরে।
তবে ভারতের ক্রিকেট বোর্ড চাইছে আইপিএলে বাকি থাকা ম্যাচগুলো নিজ দেশেই আয়োজন করতে। আর তাও এই মাসেই।