শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

অবৈধ নিষেধাজ্ঞা অপসারণের উপায় খুঁজছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অবৈধ নিষেধাজ্ঞাগুলো অপসারণের উপায় খুঁজছে তেহরান। গতকাল (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানো ও পরিচয় করিয়ে দিতে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে শত্রুদের কর্মকাণ্ড নিষ্ঠুর। আমরা আমাদের প্রতিশ্রুতি মেনে চলেছি এবং অবশ্যই তাদেরকেও প্রতিশ্রুতিতে অটল থাকতে হবে।”

পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, “প্রতিবেশীদের সাথে সংযোগ ও সম্পর্ক উন্নয়ন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করতে সাহায্য করে।”

পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নীতির ওপর ভিত্তি করে তার সরকারের অগ্রাধিকারগুলো ঠিক করা হয়েছে যার মূলে রয়েছে পারস্পরিক সম্মান, প্রজ্ঞা এবং ইরানের জাতীয় স্বার্থ।

অনুষ্ঠানে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি জানান, “তার মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো হলো অর্থনীতির পথ উন্মুক্ত করা এবং এক্ষেত্রে বাধা দূর করা, সমস্ত ক্ষেত্রে ইরান এবং দেশের জনগণের সম্মান ও গৌরব সমুন্নত রাখা। পাশাপাশি জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করাও একইরকম গুরুত্ব পাবে।#

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM