শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিকের বড় উন্নতি

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলার সুবাদে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন অভিজ্ঞ টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। সবশেষ বুধবার (২৮ আগস্ট) আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং প্রকাশের পর ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে দেখা গেলো তাকে।

প্রথম টেস্টে মুশফিকের ১৯১ রানের অসাধারণ ইনিংস তাকে ব্যাটারদের মধ্যে সাত ধাপ উপরে তুলে এনেছে। তার দুর্দান্ত ইনিংসটি বাংলাদেশকে ম্যাচ জয়ে সাহায্য করেছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছেন। তার অসাধারণ পারফরম্যান্স, যেখানে তিনি ১৭১* এবং ৫১ রান করেছিলেন, তাকে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।

অন্যান্য উল্লেখযোগ্য ব্যাটারদের মধ্যে আছেন শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল (২৩তম), কামিন্দু মেন্ডিস (৩৬তম), বাংলাদেশের লিটন দাস (২৭তম) এবং ইংল্যান্ডের জেমি স্মিথ (৪২তম)।

আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে, ইংল্যান্ডের ক্রিস ওকস ১৬তম স্থানে এছাড়া শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ১৭তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের নাসিম শাহ (৩৩তম), গাস অ্যাটকিনসন (৪২তম) এবং ম্যাথিউ পটসও (৫৭তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM