শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচাতে পাকিস্তানের স্কোয়াডে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়েছে স্বাগতিক পাকিস্তান। এ অবস্থায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া বাবর-রিজওয়ানরা। তাই সিরিজ বাঁচাতে বড় পরিবর্তন আনা হয়েছে পাকিস্তানের স্কোয়াডে। আগামী ৩০ আগস্ট একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য চার ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম ম্যাচে স্পিনারের অভাব ভালোভাবেই টের পেয়েছিল পাকিস্তান। তাই দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম।

এদিকে, প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। তবে দলের পরিস্থিতি বিবেচনায় তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইনজুরির শঙ্কা থাকলেও রাখা হয়েছে পেসার আমির জামালকেও।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM