আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশে একটি ট্রাক গভীর খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার (২৭ আগস্ট) প্রদেশটির আপার সুবানসিরিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দ্য ইকোনমিক টাইমস
ইতানগরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই তিন সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। তারা বলেছেন দুর্ঘটনায় প্রাণ গেছে হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং পদাতিক বাহিনীর সদস্য আশিশের। এছাড়া সেনাবাহিনী নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানিয়েছে ইস্টার্ন কমান্ড।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় সেনাবাহিনীর ট্রাকটি গভীর খাদে পড়ে গিয়েছিল কি না এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএইচ