বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

হাথুরুসিংহে থাকবেন কিনা? সিদ্ধান্ত হতে পারে কাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ হাথুরুসিংহের বিষয়ে কথা বলেন। সে সময় তাকে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড সভাপতি। হয়তো সেই পথেই হাঁটতে যাচ্ছে বিসিবি।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী পর্ষদের জরুরি সভা। জানা গেছে এ সভা থেকে হাথুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার কথা তার। এর আগেই তাকে বিদায় বলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরও শ্রীলঙ্কান এ কোচ চাকরি হারাতে পারেন। অন্তত এমনটাই দাবি বিসিবির এক সূত্রের।

চুক্তি শেষ হওয়ার আগে লঙ্কান কোচকে বিদায় করতে হলে, বিসিবিকে গুনতে হবে আর্থিক ক্ষতি। জানা গেছে সেটিও করতে রাজি আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ধারণা করা হচ্ছে, এবার দেশি কাউকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন জাতীয় দলের নতুন কোচ। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM