স্পোর্টস ডেস্ক: সবশেষ কোপা আমেরিকায় কলম্বিয়া ও উরুগুয়ের সেমিফাইনালের পরে মারামারির ঘটনায় বড় শাস্তিই পেলেন দারউইন নুনেজ। আন্তর্জাতিক ফুটবলে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কনমেবল।
বুধবার (২৮ আগস্ট) এই শাস্তির ঘোষণা দিয়েছে কনমেবল, যেখানে নুনেজ ছাড়াও নিষেধাজ্ঞা পেয়েছেন উরুগুয়ের আরও কয়েকজন খেলোয়াড়ও৷
গত ১০ জুলাইয়ের সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে৷ এরপর গ্যালারিতে নুনেজসহ উরুগুয়ের খেলোয়াড়দের সাথে হাতাহাতি থেকে মারামারিতে জড়ান কলম্বিয়ার সমর্থকরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে লিভারপুল তারকা নুনেজকে ভিড়ের মধ্যে দর্শকদের লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করতে দেখা যায়।
পাঁচটি ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি নুনেজকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ হওয়ায় তিনি মিস করবেন উরুগুয়ের আসছে চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।
রদ্রিগো বেন্টানকুরকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তার জরিমানা ১৬ হাজার ডলার। আর হোসে মারিয়া গিমেনেজ, ম্যাথিয়াস অলিভেরা ও রোনাল্ড আরাউহোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
ওই ঘটনায় পরোক্ষভাবে যুক্ত থাকা ছয় খেলোয়াড় মাতিয়াস ভিনা, সেবাস্তিয়ান ক্যাসেরেস, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্তিনেজ, সান্তিয়াগো মেলে ও ফ্যাকুন্দো পেলিস্ট্রিকে ৫ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
শাস্তি পেয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনও। সব মিলিয়ে তাদের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর সংস্থাটির একজন কর্মকর্তা মার্সেলো গার্সিয়ায়ে ছয় মাসের জন্য সব ধরনের কনমেবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছেন। তাকে গ্যালারিতে পানির বোতল ছুড়ে মারতে দেখা গিয়েছিল।
আইএফ