শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র হলেন মোহাজেরানি

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে মুখপাত্র হিসেবে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো। সূত্র: তেহরান টাইমস

১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে দেশটিতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান ছিলেন ফাতেমেহ। প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষায়িত। ২০১৭ সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন।

গতকালের মন্ত্রিসভার বৈঠকে সাবেক পার্লামেন্ট সদস্য ইলিয়াস হজরতিকে ইরানের সরকারি তথ্য কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এআরএস

 

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM