শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

দিল্লিতে বাসে অগ্নিকাণ্ড, বাইক আরোহীর তৎপরতায় ৪০ যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসে ৪০ যাত্রী ছিলেন বলে সূত্রে জানা যায়। আগুন লাগার ঘটনা ঘটতেই যাত্রীদেরকে নামিয়ে নেওয়া হয়। তারা সকলেই নিরাপদ ও অক্ষত আছেন। হিন্দুস্থান টাইমস

ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ঘটেছে বলে জানা যায়। দেশটির রাজধানীতে ব্যস্ত দিনে এভাবে বাসে অগ্নিকাণ্ড ঘিরে উঠছে নানান প্রশ্ন। শহরে বাস ঘিরে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন।

এদিকে, এ ঘটনায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তিনটি দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দমকলের স্টেশন অফিসার অনুপ সিং বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে তা নিভিয়ে ফেলি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানো হয়েছে।’ চালক বলছেন, ‘শর্ট সার্কিট থেকে এসি প্লান্টে আগুন লেগেছে।’ গোটা ঘটনা ঘিরে শহরে ছড়িয়েছে আতঙ্ক।

এদিকে, সেখানকার বাসিন্দারাও ঘটনার জেরে সেখানে ভিড় করেন। এক এলাকাবাসী জানান, বাসটি যাচ্ছিল পূর্ব দিল্লির সিমাপুরীতে। তখনই একজন বাইক আরোহী সতর্ক করেন যে, বাসে আগুন ধরেছে। তিনি পিছন থেকে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে বাস থামে। বাস থেকে যাত্রী, চালক, কনডাক্টর সকলে নেমে পড়েন।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM