শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

শাস্তি পাচ্ছেন নুনেজ সহ ১১ ফুটবলার

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা আসর শেষ হয়েছে প্রায় দেড় মাস আগে। বিভিন্ন দেশে ইতিমধ্যে শুরু হয়েছে লিগ ফুটবলও। এতদিন পর এসে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, কনমেবল শাস্তি দিল একাধিক ফুটবলারকে। কারণটা হচ্ছে সবশেষ কোপার সেমিতে ম্যাচ শেষে কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে উরুগুয়ের ফুটবলারদের মারামারি।
জুলাই মাসে হওয়া কোপা আমেরিকা ২০২৪ আসরের সেমিফাইনালে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। ম্যাচ চলাকালীন বাকযুদ্ধে জড়ান দুই দলের ফুটবলাররা, ম্যাচ শেষে সেটি গড়ায় হাতাহাতি এবং মারামারিতে। দর্শকদের গ্যালারিতেও ঢুকে যান উরুগুয়ের ফুটবলাররা। সেসময় দর্শকদের সঙ্গে হাতাহাতি হয় তাদের।
এই ঘটনাকে কেন্দ্র করে উরুগুয়ের ১১ জন খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল। ৫ ম্যাচ নিষিদ্ধও হয়েছেন তারকা স্ট্রাইকার দারউইন নুনেজ। নিষেধাজ্ঞা ছাড়াও তাকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
নিষেধাজ্ঞায় পড়েছেন আরও চার ফুটবলার। টটেনহামে খেলা মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। তার জন্য আর্থিক জরিমানা ১৬ হাজার ডলার। এছাড়া রোনাল্ড আরাউহো, মাথিয়াস অলিভেরা ও হোসে মারিয়া জিমিনেজকে তিন ম্যাচ করে নিষিদ্ধ করা ছাড়াও জরিমানা করা হয়েছে ১২ হাজার ডলারের। বাকি ৬ ফুটবলারকে কেবল আর্থিক জরিমানা করেছে কনমেবল।
ফুটবলারদের ছাড়াও জরিমানা করা হয়েছে উরুগুয়ের ফুটবল ফেডারেশনকেও। তাদের জন্য জরিমানা নুনেজের সমান ২০ হাজার ডলার। কনমেবলের এমন শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিলের সুযোগ আছে। উল্লেখ্য যে, নিষেধাজ্ঞাগুলো কেবল কনমেবল আয়োজিত ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ চলমান ক্লাব ফুটবলে খেলতে কোনো বাধা নেই নিষেধাজ্ঞায় পড়া খেলোয়াড়দের।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM