বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

সমন্বয়ক হাসনাতের স্বাক্ষর জাল করে মিথ্যা নোটিশ পাঠানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষর জাল করে প্রতারণা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যা স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে।’

তিনি জানান, স্কলারশিপে ‘জাপানগামী একজন ব্যক্তিকে তার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।’ স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ জানিয়ে হাসনাত বলেন, ‘আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসনের কাছে অনুরোধ, তদবির, মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজি আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি। এসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM