বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভয় দেখিয়ে জমি দখল করেন খালেদ মাসুদ পাইলট

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলেছেন জমির সাবেক মালিক ও ক্রয়সূত্রে মালিক দাবি করা ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির সাবেক মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়নপুর গ্রামে আমাদের ১১ জনের সম্পত্তির প্রায় ২ বিঘা ধানি জমি বিক্রয় করি।এক দাগে সেখানে তাদের ১১ দশমিক ২৬৭৮ একর সম্পত্তি ছিল। সেখান থেকে আংশিক দশমিক ৬৬৯৪ একর সম্পত্তি ২০২৩ সালে নাসরিন সুলতানা নামের এক নারী কেনেন। এর কিছুদিন পর ওই নারীর ক্রয় করা জমি ভোগ দখলের জন্য বুঝে নিতে গেলে ক্রিকেটার খালেদ মাসুদ জোরপূর্বক জমিটি ঘিরে নেয়। তখন জমির বর্গাচাষি দুজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। এছাড়াও জমি নিয়ে এমন বিবাদের সমাধান করতে চাইলে তিনি মোবাইল ফোনে আমাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, র‌্যাব ও পুলিশ দিয়ে তুলে নিয়ে আসার হুমকি দেন।’
তিনি আরও বলেন, ‘পরে নাসরিন সুলতানা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি। এরপর খালেদ মাসুদ আমাকে ফোন দিয়ে হুমকি দেন, ‘‘ওই জমি অন্য মানুষের থেকে ক্রয় করেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলব। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিব।’’ এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে। তাই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’
জাহাঙ্গীর আলম এবং নাসরিন সুলতানার ভাই শাহনুর ইসলাম মুকুল দাবি করেন, রাজশাহীর কাঁকন হাটে খালেদ মাসুদ পাইলটের নিজস্ব খামার বাড়ি সংলগ্ন এই জমি তিনি দখল করেছেন। এ অবস্থায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তারা।
এ অভিযোগের বিষয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগ সত্য নয়। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM