স্পোর্টস ডেস্ক: বুধবার (২৮ আগস্ট) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথমবার দেশের পক্ষে শিরোপাজয়ী দলটি আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মিরাজুল-রাহুলদের। এর পরই তারা চলে যান জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আমন্ত্রণে। খেলোয়াড়সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা।
যুবাদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন। তবে পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্তদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তারা।
ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।’
উপদেষ্টা খেলোয়াড়দের উজ্জীবিত করতে উপহার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কোচ সেই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের কথা বলামাত্রই সকল ফুটবলার সমর্থন দিয়েছেন। কোচ মারুফ উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’
এনএইচ