সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

গুজরাটে বন্যায় মৃত্যু বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। আনন্দবাজার

বৃহস্পতিবার (২৯ আগস্ট) টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। গুজরাটের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, আজওয়া জলাধার ও প্রতাপপুরা জলাধারের পানি বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যান্য স্থানেও জলাবদ্ধতা দেয়া দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ভয়াবহ বন্যায় গুজরাটে প্রাণ হারান দুই শতাধিক মানুষ। এবারের বন্যায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM