বুধবার | ৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২

মসজিদের ভেতরে ঢুকে ৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক: বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারমে এক মসজিদের ভেতরে অভিযান চালিয়ে পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ আন্দোলনের একজন স্থানীয় কমান্ডার এবং অন্য চারজনকে হত্যা করেছে বলে দাবি আইডিএফ-এর।

সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, আইডিএফ তুলকারম শহরের একটি মসজিদের চারপাশে পার্শ্ববর্তী নুর শামস শরণার্থী শিবিরের যোদ্ধাদের একটি নেটওয়ার্কের প্রধান আবু সুজা ওরফে মুহাম্মাদ জাব্বারকে হত্যা করেছে। হামলায় তার সঙ্গীরা-ও নিহত হয়। অভিযানে ইসরায়েলি দখলদার সেনাদের গুলিতে ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্র মাজদ দাউদও নিহত হয়েছেন।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM