মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ুদূষণে ১১৯টি শহরের মধ্যে ঢাকা ১৫তম

ঢাকার বায়ু দূষণে জনগণের নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  বায়ুদূষণে ১১৯টি শহরের মধ্যে ঢাকা ১৫তম। গত বুধবার বেলা ১১টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা একই অবস্থানে ছিল। তবে স্কোর ছিল ৯৫। বাতাসের এই মানও মাঝারি বা গ্রহণযোগ্য মানের।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ সকাল নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে চিলির সান্তিয়াগো ও পেরুর লিমা। সান্তিয়াগোর স্কোর ১৫১। লিমার ১৪৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team