বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

বাংলাদেশ সীমান্তে ভারতীয় মর্টারশেল, প্রতিবাদ বিজিবির

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লাড়াইঘাট সীমান্তের একটি শিম খেত থেকে শেলটি উদ্ধার হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষে থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামকুড় লড়াইঘাট বিওপি এলাকার গ্রামের মাঠে নাজমুল নামের এক কৃষকের জমিতে একটি গোলা পড়ে রয়েছে বলে স্থানীয়রা বিজিবিকে জানায়। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে ৫১ মিমি মটারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে শনাক্ত করা হয়। যা ভারতীয় সামরিক বাহিনী এবং বিএসএফ কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে।

স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন গ্রামবাসী। আজ সকালে গ্রামের কৃষক নাজু হোসেন তার শীমের খেতে মর্টারশেল পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। বিজিবি এসে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করে।

খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারশেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। তারা আজ বৈঠক করতে রাজি হয়নি। আগামীকাল পতাকা বৈঠক হবে।

অবিস্ফোরিত মটার শেলটি মহেশপুর থানা পুলিশের সহায়তায় নিস্কৃয় করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM