শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

অন্তর্বর্তী সরকারের কাছে গণফোরামের ২১ দফা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা লিখিত দাবি জানিয়ে গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন বলেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা ওনার কাছে লিখিত প্রস্তাব দিয়েছি।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পরে তার পক্ষে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা গণফোরামের পক্ষ থেকে ২১ টি দাবি উপস্থাপন করেছি। আমাদের প্রস্তাব প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন।
গত ১৬ বছর স্বৈরাচার শাসনের মাধ্যমে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় করণের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। সংবিধানে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া আছে। তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রের সকল কর্তৃত্ব তার হাতে থাকে। আমরা ক্ষমতার ভারসাম্য আনতে প্রস্তাব করেছি। সেই জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহালের প্রস্তাব গণফোরাম জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো (দশম-দ্বাদশ) কখনো রাতে ভোট করা হয়েছে। কখনো প্রশাসনের মাধ্যমে এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে। এতে সংবিধান অনুযায়ী ভোটাধিকার নিয়ে মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। তাই আমরা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে বলেছি।
দেশের সম্পদ পাচার নিয়ে আমাদের নেতা কামাল হোসেন সবসময় সোচ্চার ছিলেন। কিন্তু সেই সরকার আমলে নেয় নাই। তাই আমরা বলেছি টাকা পাচার যারা করেছে,ব্যাংক দখল করেছে, সেই লুটেরাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে অর্থ ফেরত আনতে হবে
বাংলাদেশ এখন অরক্ষিত হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বলতে কিছুই নেই। গত ৫ তারিখ পর্যন্ত তৎকালীন সরকার পুলিশকে যে নির্লজ্জভাবে ব্যবহার করেছে, মানুষকে শহীদ ও হত্যা করেছে। পাশাপাশি হাজার হাজার মানুষ, ছাত্র-জনতা আহত হয়েছেন। আমরা আহত ও নিহতদের তালিকা প্রনয়ন করে ক্ষতিপূরনের কথা বলেছি। পাশাপাশি থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার জন্য বলেছি। সংস্কার করতে যে সময় প্রয়োজন তা বর্তমান সরকারকে দিতে চায় গণফোরাম। একই সঙ্গে সরকারকে দলটি সহযোগিতা করবে বলেও জানায়।
সংবিধান পরিবর্তনের বিষয়ে কামাল হোসেন বলেন, আমরা সংশোধন করতে বলেছি।
সংবিধান সংশোধনের বিষয়ে কামাল হোসেনের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে একটি প্রস্তাবনা জমা গণফোরাম দেবে বলে জানান মিজানুর রহমান। তিনি বলেন, কিভাবে সংবিধান সংশোধন করে সামগ্রিক সংস্কার প্রশাসন,পুলিশসহ সর্বত্র আনা যায়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM