সোমবার | ৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২

বিএনপি কখনো আইনকে হাতে তুলে নেব না: এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা গণআন্দোলন সৃষ্টি করে। আল্লাহর হুকুমে গণআন্দোলনের মুখে তারা পলায়ন করেছে। তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না। সরাসরি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সব বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে।
শনিবার সন্ধ্যায় লক্ষীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীপুরসহ বন্যাকবলিত সব জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ্যানি আরও বলেন, পরিস্থিতি অস্বাভাবিক করতে ব্যক্তি বিশেষ কিছু কিছু কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করে। আমরা তা লক্ষ্য করেছি। আমরা শান্তিপূর্ণভাবে সেই পরিস্থিতি ও ষড়যন্ত্রকে মোকাবিলা করব। রাজনৈতিক কৌশলের মাধ্যমে সব ষড়যন্ত্রের প্রতিত্তোর দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই আইনকে হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত আমাদের নেই।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM