স্পোর্টস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের সর্বস্তরেই চলছে পালাবদল। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। বিসিবি এবং বাফুফে থেকে পদ হারিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
সরকার পতনের তিন দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। তিনি আওয়ামী লিগের এমপি এবং বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন।
রোববার (১ সেপ্টেম্বর) নির্বাহী সভা ডাকে বাফুফে। যেখানে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান করা হয়েছে। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
এ বছরই পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন। তার স্থানে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ইমরুল হাসান। আবার বাফুফের আরও একটি নতুন দায়িত্ব নিতে হচ্ছে তাকে।
উল্লেখ্য, কাজী সালাউদ্দিনের পর বাফুফের আরেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালের পর টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে, আর্থিক অনিয়মের কারণে ফিফার জরিমানার মুখে পড়েছিলেন সালাম মুর্শেদী। প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা। ফিফা থেকে শাস্তি পেলেও বাফুফের সহসভাপতি পদে অব্যাহত থাকেন তিনি। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পর পদত্যাগ করেন তিনি।