শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পেছনে দেখার সময় নেই, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারেক জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সংগ্রাম করেছি। নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার সংগ্রাম ছিল। সেইসঙ্গে দেশের ভেঙে দেয়া সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক করে আবারও অর্থনীতির চাকা সচল করাই ছিল আমাদের উদ্দেশ্য।

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান ফখরুল।

তিনি বলেন, সঠিক রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠনে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। যতই বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

গুমের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে ৭০০ বিএনপিকর্মী গুম হয়েছেন। প্রায় দুই হাজার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আর ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এসবের বিচারও করা হবে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM