সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনাল করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। সূত্র: আল আরাবিয়া

ফোন কলে এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে।

ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ।

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র অব্যাহত চেষ্টা করেও পারছে না।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধ বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM