মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাচ্চা নেওয়ার সময় হয়েছে, তবুও কেন বিয়ে হচ্ছে না- কারণ জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: আচরণে কঙ্গনা রণৌত যতটা রুক্ষ ততটা আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর। যখন তখন যাকে তাকে খুঁচিয়ে বেড়ান। বলিউডে শাহরুখ খান কিংবা রাজনীতির মাঠে রাহুল গান্ধী— কাউকে ছাড়েন না। তাই বলে অভিনেত্রী এতটা বিরস নন। প্রেমিকের তালিকা বলে দেয় যথেষ্ট রসবোধ আছে তার ভেতর।

একাধিক প্রেম করেছেন। বিবাহিত-অবিবাহিত বাছবিচার করেননি। লিভ টুগেদারও করেছেন কয়েককজনের সঙ্গে। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সেগুলো। গড়াতে পারেনি বিয়ে অবধি। এদিকে বয়স ৩৮ এর ঘরে। ফলে আজকাল বিয়ে না হওয়ার কারণ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেসব শুনে মুখরা রমণী লাজুক হন। এবার লজ্জাজড়িত কণ্ঠেই জানালেন তার কারণ।

কঙ্গনা জানান, তাকে ঘিরে নেতিবাচক প্রচারের কারণে তিনি বিয়ে করতে পারছেন না।

এ সময় বিয়ে নিয়ে মতামত জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, এখন, আমি এই বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।

আরও বলেন, আমার মনে হয় বাচ্চা নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে আমি বিয়ে করতে পারছি না; আমার বিরুদ্ধে এত বেশি মামলা আছে যে যখনই আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হই, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়। একবার আমাকে তলব করা দেখে আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়!

মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। তবে তা শিখ সম্প্রদায়ের মন গলাতে পারেনি। তাদের অভিযোগ ছবিটিতে শিখদের অপমান করা হয়েছে। সে কারণে ছবিটির মুক্তির অনুমতি দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team