বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

শুক্রবারও চালু হতে যাচ্ছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি বলেন, ‘আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।’

ডিএমটিসিএল এর একটি সূত্র বলছে, শুক্রবার চালু হলে বিকেল ৩টা থেকে চালু হতে পারে। পর্যায়ক্রমিকভাবে সময় বাড়ানো হবে। এই বিষয়টি এখনো নিশ্চিত না।

ডিএমটিসিএলের সূত্র বলছে, শুক্রবার নিয়ে এখনো ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখটা এখনো নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM