মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গণপূর্তের ৭ প্রকৌশলীকে বদলি, স্টাফ অফিসার হলেন আজমুল হক

নিজস্ব প্রতিবেদক: বালিশকাণ্ডসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত দেশের অন্যতম প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের ৭ প্রকৌশলীকে বদলি করা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন একই ডিভিশনে কর্মরত প্রকৌশলী রয়েছেন।

১ সেপ্টেম্বর গণপূর্ত অধিদপ্তরের বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রীকে বদলি করা হয়েছে। গণপূর্ত ইএম বিভাগ-৭ কে সবচেয়ে প্রেস্টিজিয়াস ডিভিশন মনে করা হয়। সমীরণ মিস্ত্রী দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে একই দপ্তরে চাকুরি করে রেকর্ড গড়েন।

গত ১ সেপ্টেম্বরে তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) বিভাগ-৭ থেকে গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ-১ এ বদলি করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী (ই/এম) বিভাগ-৭-এ দায়িত্ব দেয়া হয়েছে মো. আনোয়ার হোসেনকে। তিনি এর আগে ইএম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী এবং ইএম বিভাগ-৭ এর উপবিভাগীয় প্রকৌশলী ছিলেন।

সোমবার প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল আলমকে বদলি করা হয়েছে। তাকে গণপূর্ত প্রকল্প বিভাগ-৫ এ বদলি করা হয়েছে। প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজমুল হককে।

এছাড়া শম্ভু রাম পালকে মেহেরপুর থেকে টাঙ্গাইল গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে। গণপূর্ত প্রকল্প বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।  টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম তৌহিদুল ইসলামকে মেরেপুর গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার একজন পীর হিসেবে পরিচিত।  প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার আরো অনেক নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে রদবদল করার উদ্যোগ নিচ্ছেন ।

গণপূর্ত অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের বদলি সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দু’একদিনের মধ্যেই হয়তো মন্ত্রণালয় থেকে তাদের বদলির আদেশ জারি হতে পারে।
###

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team