শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবিকে সীমান্তে আর পিঠ না দেখানোর নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিজিবিকে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আরো বলেন, তাদের সীমান্ত রক্ষা করার কথা। নো মোর ,নো মোর। ইনশাল্লাহ আর এটি কখনো হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে আগের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো সব ঠিক হয়ে গেছে।

আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না উল্লেখ করে তিনি এ সময় আরো বলেন, এনাফ ইজ এনাফ, আর নয় ।

মঙ্গলবার (১৩ আগস্ট) পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্দেশনা দেন তিনি।

এ রকম ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে অভিযোগ তুলে এম সাখাওয়াত হোসেন বলেন, শুধু বিজিবি না, পুলিশ, র‌্যাব. আনসারকেও দানব বানানো হয়েছে।

অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না জানিয়ে তিনি বলেন, এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব।

হয়ত অনেকে ভাবতে পারেন আমি শুধু আপনাদের সঙ্গে প্যাপট্যাপ করি, তা না নিজের এমন অবস্থান পরিস্কার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার হাতে যদি পড়ে শাস্তি হবেই।

আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উল্লেখ করে তিনি বলেন, যারা পুলিশকে দানব বানিয়েছে। ফ্যাসিস্ট পার্টির (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট প্রোপাগান্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে যোগ করেন তিনি।

তালিকাভুক্ত ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতির বিষয়ে জানতে এম সাখাওয়াত হোসেন বলেন, সরকারি প্রসেস আছে। সে অনুযায়ী কাজ হচ্ছে।

রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে রিকমেন্ডসহ ফাইল চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না; সেটা নিয়ে আলোচনা হবে। আমি যে কয়েকদিন আছি, শাস্তির বিষয়টি নিশ্চিতে চেষ্টা করে যাব।

টিভিতে আগুন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শোনা যাচ্ছে ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন তারা ইনকুয়ারি করেন,  কারা লাগিয়েছে যোগ করেন তিনি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team