বুধবার | ২৮ মে, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

কেটলি প্রতীকে ইসির নিবন্ধন পেলো মান্নার নাগরিক ঐক্য

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠিত দল নাগরিক ঐক্য। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘কেটলি’।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। তাদের নিবন্ধন নম্বর ৫২।

২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।

এর আগে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদকেও নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। দলটির প্রতীক হলো ট্রাক। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM