বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

প্রথম সেশনেই জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও এগিয়ে বাংলাদেশ। চালকের আসনে টাইগাররা। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলার শেষ হওয়ার আগে বিনা উইকেটে জাকির-সাদমানদের সংগ্রহ ৪২ রান।

মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। যদিও দুই ওপেনারের ব্যাটিং বলছে, সোমবারই ম্যাচের ভাগ্য গড়ে দিতে চেয়েছিল বাংলাদেশ।

ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রাখেন। আর আগ্রাসী ব্যাটিং করেন অপর ওপেনার জাকির হাসান। ২৩ বলে দুটি করে চার-ছয়ে করেন ৩১ রান। আর ৭ ওভারে স্কোর বোর্ডে বাংলাদেশের যোগ করে ৪২ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ জানান বৃষ্টির কারণে চতুর্থ দিন না পারলেও পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচ শেষ করার কথা জানিয়েছেন ডান হাতি এ পেসার।

যদিও বাংলাদেশের এ চাওয়ার সামনে বাধা হয়ে বজ্রবৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে সেই সম্ভাবনার কথা। সংবাদ সম্মেলনে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট শিকার করা হাসান মাহমুদের কাছে জানতে চাওয়া হয়, যে রান বাকি, তাতে জিততে কত ওভার লাগতে পারে?

জবাবে এ পেসার বলেন, এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে (মঙ্গলবার) শেষ করা যায়।

তিনি আরও বললেন, আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে। বাজে বলকে আক্রমণ করেছে এবং সেভাবেই প্রতিটি বলকে তারা খেলতে চেয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM