নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমরা মিডিয়াবান্ধব একটা সরকারপ্রধান পেয়েছি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্তদের মধ্যে যাদের জেল হয়েছিল, তাদের সবাইকে ক্ষমা করেছে দেশটির কর্তৃপক্ষ। এটি সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টার ঐকান্তিক ইচ্ছায়।
তিনি আরও বলেন, আমরা চাই গণমাধ্যমকর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয়। দোষ থাকলেই যেন নির্দিষ্ট মামলা দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে। আমরা চাচ্ছি, এই সরকার রাষ্ট্রটাকে সংস্কার করুক। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গণমুখী করে গড়ে তোলা হোক।
মাহফুজ আনাম বলেন, বিটিভি, বেতার, বিএসএস এর স্বায়ত্তশাসন থাকতে হবে৷ সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালাকানুন বাতিল করার বিষয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুলত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা৷ বলতে পারি যে, আমরা মিডিয়াবান্ধব একটা সরকারপ্রধান পেয়েছি।
তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী কাজ করবে সরকার। ঠিক কতদিন পর নির্বাচন হবে, সেটি নিয়ে নির্ধারিত কোনো টাইমফ্রেম নেই। কবে নির্বাচন হবে, সেটি জনগণ ঠিক করবে। তাদের সেই চাওয়াটা যাতে গণমাধ্যমে প্রতিফলিত হয়।
একে